বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)
১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের পর বাংলাদেশে সঠিক পরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন ও অগ্রগতি পর্যবেক্ষণে পরিসংখ্যানের গুরুত্ব উপলব্ধি করে ১৯৭৪ সালের আগস্ট মাসে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকা ৪টি পরিসংখ্যান অফিস (পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন পরিসংখ্যান ব্যুরো, কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি পরিসংখ্যান ব্যুরো ও কৃষি শুমারি কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আদমশুমারি কমিশন)-কে একীভূত করে সৃষ্টি করা হয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। এটি দেশের জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসেবে কাজ করছে।
বিবিএস এর লক্ষ্যঃ
জাতীয় পরিসংখ্যান প্রতিষ্ঠান হিসেবে স্থানীয় ও আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠা লাভ।
বিবিএস-এর উদ্দেশ্যঃ
সঠিক ও মানসম্মত এবং সময়োপযোগী পরিসংখ্যান সরবরাহ;
নীতি নির্ধারক, পরিকল্পনাবিদ, গবেষক ও সিদ্ধান্ত গ্রহণকারীদের চাহিদামাফিক উপাত্ত পরিবেশন;
প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি;
পেশাদারিত্ব প্রতিষ্ঠা।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কার্যাবলিঃ
ক) সঠিক, নির্ভুল ও সময়োপযোগী পরিসংখ্যান প্রণয়নের জন্য দেশের আর্থসামাজিক বিভিন্ন ক্ষেত্রে জনশুমারি, কৃষি শুমারি, মৎস্য ও প্রাণিসম্পদ শুমারি, অর্থনৈতিক শুমারিসহ অন্যান্য শুমারি ও জরিপের লক্ষ্যে যাবতীয় কর্যক্রম গ্রহণ।
খ)“Sample Vital Registration System (SVRS) in Digital Platform” শীর্ষক প্রকল্পের আওতায় গোয়ালন্দ উপজেলার নির্ধারিত ৫ টি পিএসইউ হতে জনমিতিক তথ্য (জন্ম, মৃত্যু, বিবাহ, তালাক, আগমন ও বহিঃগমন) প্রতি মাসের ১-১০ তারিখের মধ্যে সংগ্রহ করা হয়।
গ) মাসের নির্দিষ্ট সময়ের মধ্যে গোয়ালন্দ উপজেলার প্রধান ও অপ্রধান ফসলের চলমান হিসাব প্রস্তুত করে জেলা পরিসংখ্যান অফিসে প্রেরণ করা হয়।
গোয়ালন্দ উপজেলার জনমিতিক সূচক ২০২২
গোয়ালন্দ উপজেলার মোট জনসংখ্যা |
|
|
|
পুরুষ |
৬২১২৪ জন |
মহিলা |
৬৬৬৫৩ জন, |
হিজরা |
১৯ জন |
মোট |
১২৮৭৯৬ জন |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস